সেরা ব্র্যান্ডটিরই হোক আপনার ভবিষ্যতের ল্যাপটপ :
ধীরে ধীরে
ডেক্সটপ কম্পিউটারের ব্যবহার কমে যাচ্ছে। আর বৃদ্ধি পাচ্ছে ল্যাপটপ এর
ব্যবহার। কারণ একটাই "এটি সহজে বহনযোগ্য"। ফলে যেকোন জায়গায় যেকোন সময়
ব্যবহার করা যায়। এছাড়াও আরও বেশ কয়েকটি আকর্ষণীয় সুবিধা আছে ল্যাপটপে। নতুন
ব্যবহারকারীরা বা ডেক্সটপ ব্যবহারকারীরা যখন প্রথম ল্যাপটপ কেনার জন্য
প্রস্তুতি গ্রহণ করেন তখন প্রায়ই একটি বিষয় নিয়ে কনফিউজ হয়ে পড়েন সেটি
হল ব্র্যান্ড অর্থাত কোন কোম্পানীর ল্যাপটপ নিলে ভাল হবে। এছাড়াও কোনটার
কেমন চার্জ থাকবে, কোনটার স্খায়িত্ব বেশি ইত্যাদি ইত্যাদি।
যারা নতুন ল্যাপটপ কিনতে চাচ্ছেন বা কিনবেন তাদের জন্য ভালো পরামর্শ হচ্ছে আপনি ভালো ব্র্যান্ড এর ক্ষেত্রে HP Dell Apple Acer ল্যাপটপ বেছে নিতে পারেন । আর কনফিগারেশন এর ক্ষেত্রে কোর আই থ্রী অথবা ফাইভ বেছে নিতে পারেন । সাধারণ ইউজার এর জন্য ডুয়াল কোর হলেই তা যথেষ্ট । আর অবশ্যই খেয়াল রাখবেন আপনার RAM যেন ১ জিবি বা তার বেশি হয় ।